পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মেয়েদের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। এটি তাদের প্রথম কোনো ওয়ানডে সিরিজ জয়। এর আগে আর কোনো সিরিজ জেতার স্বাদ পায়নি মহিলা ক্রিকেট দল।

কক্সবাজারে বৃহস্পতিবার সোহেলি আক্তার-লতা মন্ডলদের নিয়ন্ত্রিত বোলিং এবং আয়েশা রহমান ও ফারজানা হকদের ব্যাটিংয়ে সহজ জয় পায় বাংলাদেশ।

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। সফরকারী ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে সর্বোচ্চ ২৮ রান করেছেন সৈয়দা ফাতেমা আবিদি। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেছেন অধিনায়ক সানা মির। বাকিরা কেউ তেমন একটা সুবিধা করতে পারেনি। ৪৬.১ ওভারে তারা অলআউট হয়। পাকিস্তানের মেয়েরা শেষ পর্যন্ত বাংলাদেশকে ৮৮ রানের টার্গেট দেয়।

সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন সোহেলি আক্তার। রুমানা আহমেদ, পান্না ঘোষ ও লতা মন্ডল পান দুটি করে উইকেট।

জবাবে ৩৪.৫ ওভারে সাত উইকেটেয়ে লক্ষ্যে পৌঁছে বাংলাদেশ।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৮৭ রান তুলে ফেলেছিল বাংলাদেশের মেয়েরা। তবে জয়সূচক আর একটি রান করার আগে তিনটি উইকেট হারায় তারা।

আয়েশা ২৯ ও ফারজানা হক করেন ১৮ রান। এছাড়া লতা মন্ডলের ব্যাট থেকে আসে ১৬ রান।

পাকিস্তানের সানা মির পান সর্বোচ্চ চার উইকেট।

সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৪৩ রানে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ