সুরেলা আইসক্রিম

সাইফ মাহমুদ, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ   এতদিন আইসক্রিমে কামড় দিলে শুধু স্বাদ আর গন্ধই মিলত৷ এবার সেই স্বাদ-গন্ধের সঙ্গে যুক্ত হল গানও৷ মুখে মিলিয়ে যাওয়ার আগে এবার প্রতি কামড়েই বেজে উঠবে ‘সুরেলা’ আইসক্রিম৷ সেই সুর শোনা যাবে কম্পিউটারেও৷ আইসক্রিমটির নাম রাখা হয়েছে ‘লিকেস্ট্রা’৷

চমৎকার উদ্ভাবনটি নিউ ইয়র্কের দুই শিল্পীর মস্তিষ্কপ্রসূত৷ এঁদের একজন এমিলি বাল্টজ, অন্যজন কার্লা ডায়ানা৷ অভিনব এই ‘লিকেস্ট্রা’ আসলে শঙ্কুর মতো দেখতে একটি ‘কোন্ আইসক্রিম’৷ বিস্কুট জাতীয় পদার্থ দিয়ে তৈরি এই ‘কোন্’-টির সঙ্গে কয়েকটি সেন্সর যুক্ত করা আছে৷ আইসক্রিমটি খেতে গেলেই ‘কোন্’-এ কামড় পড়বে৷ আর ‘কোন্’-এ কামড় পড়লেই সেই সেন্সরগুলি একযোগে বৈদ্যুতিন সংকেত পাঠাবে আরডুইনো বোর্ড নামের একটি যন্ত্রে৷ সংকেত পাওয়া মাত্রই সেই যন্ত্র ‘অডিও আউটপুট’ দেবে কম্পিউটারকে৷ সেই ‘আউটপুট’ এবার কম্পিউটারে মজুত রাখা সুরের ‘লুপ’ বা ‘বিট’ শোনাবে সরবে৷ ‘লিকেস্ট্রা’-য় কামড় দিলে যে সুরগুলি শোনা যাবে, তা এমিলি আর কার্লারই ‘কম্পোজিশন’৷ আলাদা আলাদা রঙের একেকটি ‘লিকেস্ট্রা’ একেক সুরে বাজবে৷ এখনও পর্যন্ত মোট চারটি সুর রচনা করেছেন তাঁরা৷

সম্প্রতি নিউ ইয়র্ক স্কুল অফ ভিস্যুয়াল আর্টসের একটি অনুষ্ঠানে এমিলি আর কার্লা তাঁদের ‘লিকেস্ট্রা’ খেয়ে এবং বাজিয়ে শুনিয়েছেন দর্শক-শ্রোতাদের৷ আইসক্রিমটি সরকারিভাবে এখনও বাজারে আসেনি৷ কিন্তু তার আগেই জিভ চাটতে শুরু করেছেন উৎসাহীরা৷

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ