ফাইনালকে কঠিন মানছেন পেরেরা

স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ প্রায় দেড় মাস ধরে বাংলাদেশে থেকে এখানকার মাটি ও আবহাওয়া সঙ্গে বেশ ভালো ভাবেই মানিয়ে নিয়েছে লঙ্কানরা। তার প্রতিফলনও দেখাচ্ছে মাঠে। বাংলাদেশের সঙ্গে তিনটি ও এশিয়া কাপের চারটি ম্যাচ জিতে এ বছর অপরাজেয়ই রয়ে গেলো ম্যাথুস বাহিনী।

শনিবার এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে তারা। বৃহস্পতিবার বাংলাদেশকে তিন উইকেটে হারিয়েছে দেশটি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন অলরাউন্ডার থিসারা পেরেরা।

অধিনায়কত্বের পাশাপাশি লঙ্কান অধিনায়ক ম্যাথুসও ম্যাচ জয়ের ক্ষেত্রে বড় অবদান রেখেছেন বলে মনে করেন পেরেরা। ‘আমি মনে করি এ্যাঞ্জেলো ম্যাথুস সবসময় ভালো করে। তিনি ভালোভাবে ম্যাচ শেষ করে আসতে পারেন। সেটা মিডলেই হোক বা শেষ দিকে হোক। কয়েক বছর ধরে সে ভালো ব্যাটিং করছে।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি দলের মধ্যে একটি ভারসাম্য ছিলো। তাছাড়া দলের ভিতরে ও বাইরে প্রত্যেকেই ভালো ভাবে চেষ্টা করেছে জয়ের দেখা পেতে। কিভাবে আরো ভালো করা যায় সেটা সব সময়ই আমাদের মাথায় থাকে। বোলার ও ব্যাটসম্যান সবারই সম্মিলিত প্রচেষ্টায় সফলতা আসে।’

সবগুলো ম্যাচ জিতলেও ফাইনাল ম্যাচ কঠিন প্রতিযোগিতাপূর্ণ হবে মনে করেন তিনি। ‘আমরাই কোন ম্যাচ না হেরে ফাইনালে উঠেছি। সেটা ভালো দিক। আমরা এশিয়া কাপে খুব ভালো খেলেছি। ভেন্যু আমাদের কাছে খুব পরিচিত হয়ে গেছে। ফাইনাল ম্যাচে কঠিন প্রতিযোগিতা হবে।’

বাংলাদেশের বোলিংয়ের প্রশংসা করতে গিয়ে তিনি আরো বলেন,‘বাংলাদেশের বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং অনেক ভালো। বিশেষ করে বোলিংয়ের দিক থেকে তারা আগের চেয়ে অনেক উন্নত। শেষ চারটি ম্যাচ তারা অনেক ভালো খেলেছে। তবে তাদের ব্যাটিং নিয়ে সবাই কিছুটা হতাশ।’

শ্রীলঙ্কা দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনের পারফর্ম নিয়ে পেরেরা বলেন,‘মাহেলা অনেক ভালো ব্যাটসম্যান। কিন্তু শেষ তিন-চারটি ম্যাচে সে ভালো করতে পারেনি। তবে যেকোন সময়ই তার ব্যাটিং ফরম ফিরে আসতে পারে। মাহেলা আমাদের দলের অন্যতম প্রধান ব্যাটসম্যান। আশা করি পাকিস্তানের সঙ্গে সে রান পাবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ