আমি সংস্কারপন্থী ছিলাম না, এটা ছিল ষড়যন্ত্রঃ আমু
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য, শিল্প মন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘আমি সংস্কারপন্থী ছিলাম না, সুক্ষ্ম ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমাকে সংস্কারপন্থী বানানো হয়েছিল। আমাদের দলের নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তা বুঝতে ভুল করেননি।’
বৃহস্পতিবার রাতে নিউ ইস্কাটনের বাসভবনে এবিসি নিউজ বিডিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, শিল্প মন্ত্রী বলেন, ‘শুধু যে আওয়ামী লীগের মধ্যে তা নয়, সব রাজনৈতিক দলের মধ্যেই বিভেধ আছে, দলাদলি আছে। আমার বিরুদ্ধে যা বলা হয়েছিল, যা করা হয়েছিল, তা ছিল সুক্ষ্ম ষড়যন্ত্র। ষড়যন্ত্রকারীরা আমাকে ল্যাং মেরে ফেলে দিতে চেয়েছিল। সুক্ষ্ম ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমাকে সংস্কারপন্থী বানানো হয়েছিল।’
আমির হোসেন আমু বলেন, ‘আমাদের দলের নেত্রী, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ষড়যন্ত্র বুঝতে ভুল করেননি। নেত্রী যখন আমাকে দলের জন্য প্রয়োজন মনে করেছেন, তখন আমাকে ডেকেছেন। আমিও পিছিয়ে থাকিনি।’
‘দশম জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহন ছিল না। এমন একটি নির্বাচনের উপর ভর করে বর্তমান সরকার কত দুর এগিয়ে যাবে বলে আপনি মনে করেণ’ এ প্রশ্নের জবাবে শিল্প মন্ত্রী বলেন, ‘নির্বাচন সব দলের অংশগ্রহনেই হওয়া উচিৎ। সব দলের অংশগ্রহনে একটি গ্রহনযোগ্য নির্বাচন করেতে আমাদের (আওয়ামী লীগ) চেষ্টায় কোন কমতি ছিল না। তার পরও ১৮ দলীয় জোট আসেনি। যেভাবেই হোক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সরকারও গঠিত হয়েছে। সরকার কাজ করছে। কত দুর এগিয়ে যাবে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে।’
‘নিজেদের দেওয়া হলফনামা নিয়ে আওয়ামী লীগের সাবেক কোন মন্ত্রী ও সাংসদ যে সকল বক্তব্য দিচ্ছেন, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দায়িত্বশীল পদে থেকে এ সম্পর্কে কোন মন্তব্য আমার করা ঠিক হবে না। শুধু এ টুকুই বলবো- টেলিভিশনে তাদের বক্তব্য দেখে আমার হাসি পায়।’