তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবেঃ গয়েশ্বর চন্দ্র রায়
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ৭ই মার্চ তারেক রহমানকে ষড়যন্ত্র করে গ্রেফতার করা হয়েছিল। তাই ৭ই মার্চেই তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে বলে জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জননেতা তারেক রহমানের কারাবন্দী দিবস উপলক্ষে ‘১/১১ এর প্রেক্ষাপটে আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
গয়েশ্বর বলেন, তারেক জিয়া পঙ্গু নয়, পঙ্গু আজ দেশ ও গণতন্ত্র।
নিজ দলের কর্মীদের উদ্দেশে তিনি বলেন, অভিনয় করি না- কিন্তু অভিনয় বুঝি। তাই আজ যারা অভিনয় করছেন তারা সাবধান হয়ে যান।
বিএনপিকে ভাঙার জন্য টাকা-পয়সা দিয়ে অনেক নেতাকর্মীকে কেনার চেষ্টা হয়েছে- তাতে কোনো লাভ হয়নি বলে মন্তব্য করেন গয়েশ্বর।
শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি সারাদেশ রক্ষা করতে পারেননি- শুধু রাজধানী দখল করে আপনি দম্ভ দেখান।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, তারেক জিয়ার ভালোবাসা তৃণমূলের প্রতি ছিল বলেই হত্যা, গুম, ক্রসফায়ার উপেক্ষা করে তারা আন্দোলন-সংগ্রাম করছে।
এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম’র সভাপতিত্বে আলোচনা সভায় আরো ছিলেন- সাবেক সংসদ সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ন্যাপ’র মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের রহমত উল্লাহ প্রমুখ।