শ্রীলঙ্কার টার্গেট ২৬১

স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ এশিয়া কাপ ফাইনালে  ৫০ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ২৬০ রান। আউট হয়েছেন শারজিল খান, আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, মেসবাহ-উল-হক ও উমর আকমল । যদিও খেলার শুরুটা পাকিস্তানের জন্য মঙ্গলজনক মনে হয়নি কোন ভাবেই।  শারজিল খান জম্পেশ করে ১ম ওভারে ২টি চার মেরে ওভারের শেষ বলে আউট হয়ে যান। ৩য় ওভারের শেষ বলে ৭ বলে ৫ রান করে আউট হয়ে যান আহমেদ শেহজাদ।  এত অল্প রানে দু’জন ব্যাটসম্যান হারিয়ে পাকিস্তান পরে যায় বিপাকে। কিন্তু বিপাকে কাটিয়ে ওঠার আগেই ১৩ বলে ৩ রান করে আউট হয়ে যায় মহাম্মদ হাফিজ। এ যেন আহবান ছাড়া বিপদের আগমন। কিন্তু এরপর মেসবাহ-উল-হক ৯৮ বলে ৬৫ রান করে গ্যালারীতে ফিরে গেলে পাকিস্তানের বিপদ কিছুটা কেটে যায়। তারপরই উমর আকমল ৪২ বলে ৫৯ রান করে আউট হলেও পাকিস্তানকে মোটামুটি দুশ্চিন্তা মুক্ত করে। তার সাথে ফাওয়াদ আলম ১৩৪ বলে ১১৪ রান করে শেষ পর্যন্ত টিকে থাকে। কিন্তু শহীদ আফ্রিদি মাঠে নামলেও তিনি বল খেলার সুযোগ পাননি। ওভার শেষ হয়ে যাওয়ায় শ্রীলঙ্কাকে ২৬১ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ