মালিঙ্গার ঝড়ে টালমাটাল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পাকিস্তানই এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন! স্মৃতির সরণি ধরে পেছনে হেঁটে গেলে তাদের জয়োল্লাসের চেয়ে বাংলাদেশের কান্নাভেজা মুখগুলোর দেখাই পাওয়া যায় আগে। শেষ পর্যন্ত মাত্র দুই রানে হারের দুঃখে পুড়তে হয় বাংলাদেশকে, রূপকথা তাই পায়নি পূর্ণতা। পাকিস্তানের ওসব নিয়ে ভাবতে বয়েই গেছে! তাদের একচোখা মিশন একটাই- ২০১২ সালে জেতা শিরোপা ২০১৪ সালে ধরে রাখা।

সে লক্ষ্যে আজ শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন পাকিস্তানি অধিনায়ক মিসবাহ উল হক। শুরুটা অবশ্য ভালো হয়নি তাদের। লাসিথ মালিঙ্গার ঝড়ে চতুর্থ ওভারে ১৮ রানেই ফিরেছেন তিন ব্যাটসম্যান। তাই মালিঙ্গা ঝড় সামাল দিতে টালমাটাল পাকিস্তানি ব্যাটসম্যারা।

লাসিথ মালিঙ্গার প্রথম ওভারে দুই বাউন্ডারি মারা শাহারজিল খান ফিরেছেন সেই ওভারেরই শেষ বলে। মালিঙ্গার মিডল স্টাম্পে পড়া বল ফ্লিক করতে গিয়ে মিড অনে থিসারা পেরেরাকে ক্যাচ দেন এ ওপেনার (৮)। দুই বাউন্ডারিতে শুরু করেও শেষ হাসিটা তাই মালিঙ্গারই। নিজের পরের ওভারে আহমেদ শেহজাদকেও (৫) উইকেটের পেছনে সাঙ্গাকারার ক্যাচ বানিয়ে ফেরান মালিঙ্গা। এরপর মোহাম্মদ হাফিজকেও ফেরান তিনি।

এ মালিঙ্গার আগুণে পুড়েই উদ্বোধনী ম্যাচে হেরেছিল পাকিস্তান। সেই মালিঙ্গা রুদ্ররুপে আবিভূত হয়েছেন শুরুতেই। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে পাকিস্তান করেছে ২০ রান। এখন ব্যাট করছেন ফাহাদ ০ ও মিসবাহ ৩(১২) ।

চোটের জন্য অনিশ্চিত থাকলেও শেষ পর্যন্ত খেলছেন শহীদ আফ্রিদি। সে সাথে পাকিস্তান ফাইনালে ফিরিয়েছে শাহারজিল খান ও জুনাইদকে। শ্রীলঙ্কা আবার বাদ দিয়েছে অজন্থা মেন্ডিসকে। মেন্ডিসের জায়গায় তাদে পছন্দ সেনানায়েকে।

বাংলাদেশ নেই বলে ফাইনালে ফাঁকা পড়ে রয়েছে অর্ধেক গ্যালারি। স্টেডিয়ামের বাইরে এখনও প্রচুর টিকিট পাওয়া যাচ্ছে বলে ধীরে ধীরে দর্শক সমাগম বাড়ার আশা করাই যায়। হাজার হোক ফাইনাল বলে কথা!

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ