শ্রীপুরে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, গাজীপুরঃ জেলার শ্রীপুর  উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।

প্রাথমিকভাবে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন সবুজ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল জলিলের সমর্থকরা জড়ো হতে থাকেন। শুক্রবার আওয়ামী লীগ নেতা জলিলকে আটকের পর মহাসড়ক ব্যারিকেড দিয়ে তার মুক্তির বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে আহত উভয় পক্ষের ৪-৫ জনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ এসে বেলা ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারসলে নিক্ষেপ করে।

এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেনকে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।

১৫ মার্চ শ্রীপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ইকবাল হোসেন সবুজ (মোটর সাইকেল) ও তৃণমূল আওয়ামী লীগ মনোনীত আব্দুল জলিল (আনারস) প্রতিদ্বন্দ্বীতা করছেন। বিএনপির একক প্রার্থী আব্দুল মোতালেব (কাপ-পিরিচ) প্রতীক নিয়ে লড়াই করছেন। গতকাল শুক্রবার দুপুরে নির্বাচনী প্রচারণাকালে অজ্ঞাত কারণে আব্দুল জলিলকে র‌্যাব আটক করে নিয়ে যায়।

ওই ঘটনার প্রতিবাদে জলিল সমর্থকরা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়ক ৭ ঘণ্টা অবরোধ করে রাখে। জলিলের মুক্তি নিশ্চিত হওয়ার পর তারা অবরোধ প্রত্যাহার করেন। তবে এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ