গণমাধ্যম গণতন্ত্রের দর্পণ: তথ্যমন্ত্রী

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণমাধ্যম গণতন্ত্রের দর্পণ। গণতন্ত্র এবং গণমাধ্যম হাতের এপিঠ-ওপিঠ। গণতন্ত্র ও গণমাধ্যম হাত ধরাধরি করে চলে।

রাজধানীর ধানমন্ডির মেট্রো শপিং মলের ষষ্ঠ তলায় ‘নিউজ ব্রডকাস্টার অ্যাসোসিয়েশনের (এনবিএ) কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এনটিভির সংবাদ উপস্থাপক মনিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এডকো সভাপতি মোসাদ্দেক আলী ফালু, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারোয়ার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এশিয়ান টেলিভিশনের বার্তা প্রধান নাজিম কাদের, এস এ টিভির প্রধান বার্তা সম্পাদক সাইফুল হুদা, দেশ টিভির ডিএমডি আরিফ হোসেন ও শামসুদ্দিন হায়দার ডালিম।

তথ্যমন্ত্রী গণমাধ্যমে নারীরা কর্মক্ষেত্রে যেন কোনো হয়রানির শিকার না হয় আরো বেশি কাজের সুযোগ পায়, সেদিকে টেলিভিশন মালিকদের দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি বলেন, সরকার গণমাধ্যমের কর্মীদের উন্নত প্রশিক্ষণের লক্ষ্যে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য আইন তৈরি করেছে। আগামী তিন মাসের মধ্যে এর কার্যক্রম শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ