ওআইসি মহাসচিব আসছেন রোববার

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সময়সূচি পরিবর্তন হওয়ায় রোববার ভোররাতে ঢাকা আসছেন ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব আয়াদ আমিন মাদানি।
শনিবার রাতে তার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল।

বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওআইসি মহাসচিবের সফরের নতুন সময়সূচি জানানো হয়। তবে তার আগমনে বিলম্বের কারণ সম্পর্কে কিছু বলা হয়নি।

এতে বলা হয়, রোববার ভোররাত ৩টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তিনি।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চারদিনের সফরে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা পৌঁছাবেন আয়াদ আমিন মাদানি।

ওআইসি মহাসচিবের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন তিনি।

চলতি বছরের ১ জানুয়ারি মুসলিম রাষ্ট্রগুলোর সংগঠন ওআইসির ১০ম মহাসচিব হিসেবে দায়িত্ব নেন মাদানি। এর আগে তিনি সৌদি আরবের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে ওআইসির সহযোগিতা জোরদার ও সম্প্রসারিত করাই আমিন মাদানির এই সফরের মূল লক্ষ্য। তিনি পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

রোববার পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে ওআইসি মহাসচিবের দেখা করার কথা রয়েছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ