শক্তিশালী পরমাণু বোমা তৈরি করার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া
আরো শক্তিশালী পরমাণু বোমা তৈরি করার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া।
রোববার দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠক থেকে এ ঘোষণা দেওয়া হয়।
দক্ষিণ কোরিয়ার সাথে যুদ্ধাবস্থায় রয়েছি, এমন কথা জানানোর একদিন পরই পরমাণু বোমা সমৃদ্ধকরণের ঘোষণা দিল উত্তর কোরিয়া। পিয়ংইয়ং আরো জানিয়েছে খাদ্য সাহায্যের বিনিময়ে কখনোই তারা পরমাণু কর্মসূচি ত্যাগ করবে না।
উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি’র (কেসিএনএ) খবরে বলা হয়েছে বিশ্ব পরমাণু অস্ত্র মুক্ত না হওয়া পর্যন্ত উত্তর কোরিয়া পরমাণু বোমার সংখ্যা ও মান দুটিই বাড়াবে।
এ ছাড়া দেশটির বিদ্যুৎ ঘাটতি কাটিয়ে ওঠার জন্য পরমাণু চুল্লিও তৈরি করা হবে বলে ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।