চেলসির চার গোলে টটেনহ্যামের হার
স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ শনিবার টটেনহ্যাম হটস্পারকে সহজেই ৪-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শিরোপার পথে বড় বাধা অতিক্রম করেছে চেলসি।
ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে গোলশূন্য প্রথমার্ধের পর ৫৬ মিনিটে স্যামুয়েল এতোর গোলে এগিয়ে যায় চেলসি।
চার মিনিট পর দ্বিতীয় গোলের পেছনেও ক্যামেরুনের তারকা স্ট্রাইকারের বড় অবদান।
বল নিয়ে বক্সের মধ্যে ঢুকে পড়া এতোকে ফাউল করে টটেনহ্যামের ফরাসী ডিফেন্ডার ইউনেস কাবুল শুধু লাল কার্ডই দেখেননি, পেনাল্টিও দেন স্বাগতিক দলকে।
পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন বেলজিয়ান ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড।
৮৮ ও ৯০ মিনিটে পর-পর দুই গোল করে জোসে মরিনিয়োর দলকে বড় জয় এনে দেয়ার কৃতিত্ব সেনেগালের স্ট্রাইকার দেম্বা বা’র।
২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থানে আরো সুসংহত চেলসি। একটি করে ম্যাচ কম খেলে লিভারপুল ও আর্সেনালের সংগ্রহ ৫৯ পয়েন্ট করে। তবে গোল গড়ে এগিয়ে থাকায় লিভারপুলের অবস্থান দ্বিতীয়।
শনিবার ইপিএলের অন্যান্য ম্যাচে কার্ডিফ সিটি ৩-১ গোলে ফুলহ্যামকে ও সাউথহ্যাম্পটন ১-০ গোলে ক্রিস্টাল প্যালেসকে হারিয়েছে এবং নরিচ সিটি ও স্টোক সিটি ১-১ গোলে ড্র করেছে।