পাকিস্তান সমর্থনে ভারতে ফের ৬ ছাত্র বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থনের দায়ে আবারো ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করলো ভারত। বৃহত্তর নদীয়ার শারদা বিশ্ববিদ্যালয়ের হোস্টেল থেকে তাদের সাময়িকভাবে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে চারজন কাশ্মীরের অধিবাসী। খবর টাইমস অব ইন্ডিয়া।

খবরে বলা হয়, ভারত-পাকিস্তানের ম্যাচ চলাকালে প্রতিষ্ঠানটির হোস্টেলের একদল শিক্ষার্থী পাকিস্তানের পক্ষে হর্ষধ্বনি দেন। এর প্রতিবাদ করেন অপর একদল শিক্ষার্থী। এরপর ৫ মার্চ এক শিক্ষার্থী যোগাযোগের সামাজিক মাধ্যমে একটি মন্তব্য পোস্ট করেন। ওই মন্তব্যে পাকিস্তানের পক্ষে হর্ষধ্বনি দেয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে স্বামী বিবেকানন্দ সুভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতোই ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়। মন্তব্যটি ব্যাপক ঝড় তোলে। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হয়। নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। এরপর ছয় শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের হোস্টেল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ডিন রণবীর সিং বলেন, শৃঙ্খলা রক্ষায় ওই ছয় শিক্ষার্থীকে হোস্টেল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তারা সবাই প্রথম বর্ষের শিক্ষার্থী। ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর আগে গত ২ মার্চ এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মধ্যকার খেলাটি চলার সময় পাকিস্তানের পক্ষে স্লোগান দেয়ায় সাময়িকভাবে বহিষ্কৃত হন উত্তর প্রদেশের মিরাটের স্বামী বিবেকানন্দ সুভারতী বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী। বহিষ্কৃতদের সবাই কাশ্মীরের অধিবাসী বলে জানা গেছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ