প্রাথমিক প্রধানরা দ্বিতীয় শ্রেণীর মর্যাদা পাবেন

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদমর্যাদা তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রাথমিক পর্যায়ে কম্পিউটার শিক্ষাকে বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে সরকারের। এ লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। দেশকে ডিজিটাইজড করার জন্যই এটা করতে হবে।ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে প্রাথমিক পর্যায় থেকেই এটা শুরু করেতে হবে।

জাতীয় প্রাথমিক শিক্ষাসপ্তাহ উদ্বোধনকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোববার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

তিনি বলেন, জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদের সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে। এ লক্ষ্যে আমাদের সরকার নানা কর্মসূচি হাতে নিয়েছে।

বিএনপি সরকারের আমলে শিক্ষা খাতে স্থবিরতা নেমে এসেছিল বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।

তিনি বলেন, আমরা ক্ষমতায় আসার পর এ খাতের উপর আমরা সর্বোচ্চ গুরুত্বারোপ করি। আমাদের সরকারই বছরের প্রথম দিন ছাত্র-ছাত্রীদের হাতে বিনামূল্যে বই তুলে দিতে সক্ষম হয়।

তিনি আরো বলেন, শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সরকারের একার পক্ষে সবকিছু সম্ভব নয়, এ ব্যাপারে স্কুল কমিটিগুলো উল্লেখযোগ্য ভূমিকা পালন করার সুযোগ রয়েছে।

গত সাধারণ নির্বাচনের সময় বিএনপি-জামায়াত জোট শিক্ষা প্রতিষ্ঠানের ওপর ব্যাপক আক্রমণ করেছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, নির্বাচন প্রতিরোধের নামে তারা পাঁচ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছে।অনেক ছাত্র-ছাত্রীকে বোমা মেরে আহত করা হয়েছে।শিক্ষাখাততে পিছনে টেনে নিয়ে যাওয়ার জন্যই তারা এটা করেছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ