যুক্তরাষ্ট্রে এক ঘণ্টা এগোচ্ছে ঘড়ির কাঁটা
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দিনের আলোকে কাজে লাগানোর লক্ষ্যে প্রতিবছরের মতো এবারো মার্চের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে দেয়া হচ্ছে।
স্থানীয় সময় রোববার ভোর রাত ২টায় যুক্তরাষ্ট্রের প্রায় সব জায়গায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে ৩টা বাজানো হবে।
এতে ঢাকায় যখন সন্ধ্যা ৬টা বাজবে নিউ ইয়র্কে তখন সকাল ৮টা হবে।
এ ব্যবস্থা চলবে ২ নভেম্বর ভোর রাত ২টা পর্যন্ত। ওই সময় আবারো ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেয়া হবে।
তবে অ্যারিজোনা, হাওয়াই, পর্টোরিকো, ভার্জিন আইল্যান্ড, আমেরিকান সামুয়া, গুয়াম ও নর্দার্ন মেরিয়ানাস দ্বীপপুঞ্জে ঘড়ির কাঁটা এগোনো বা পেছানো হয় না।