হতাশার হার বাংলাদেশের মেয়েদের
স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ শেষ দিকের ওভারের নাটকে ভাগ্য বদল হয় কত ম্যাচের। অথচ ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে কিনা শেষ ৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ফেলল বাংলাদেশের মেয়েরা। তাই কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের সাথে সালমার দল হারল ১৬ রানে।
টস জিতে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে ১০১ রান তোলে ভারত। জবাবে ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে ৮৫ রান করে বাংলাদেশ। ম্যাচসেরা ভারতের শ্রাবন্তী কৃষ্ণমুর্তি ৯ রানে নেন ৪ উইকেট।তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটি ম্যাচ হবে মঙ্গল ও বৃহস্পতিবার।
ভারতের অধিনায়ক মিতালি রাজ ও পুনম রাউতের ৯৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১ উইকেটে ১০১ করেছিল ভারত। একমাত্র উইকেটটি নেন জাহানারা আলম। ১০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা। সর্বোচ্চ ২১ রান করেন রুমানা আহমেদ। অধিনায়ক সালমা খাতুন ও সানজিদা ইসলাম ১৫ রান করেন।