আফগানিস্তানকে মুশফিকের হুমকি

mushfiqur Rahim মুশফিকুর রহিমস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আফগানিস্তান রীতিমত ‘গেরিলা আক্রমণ’ করেই হারিয়েছে বাংলাদেশকে। এশিয়া কাপে তাদের কাছে হারার পর বড় প্রশ্ন,টি-টোয়েন্টি বিশ্বকাপেও আফগানিস্তান চমকে দিবে না তো বাংলাদেশকে? তাদের কাছে প্রাথমিক পর্বে হার মানেই বাংলাদেশের বিদায়,হিসাবটা মাথায় রেখেই আজ এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম বললেন,‘বিশ্বকাপের কোয়ালিফাই রাউন্ডের আমাদের প্রথম ম্যাচ আফগানিস্তানের সঙ্গে। চূড়ান্ত পর্বে খেলতে হলে তাদের হারানোর কোনো বিকল্প নেই। আমাদের জন্য বড় বাধা এই আফগানিস্তানই এবং আমাদের টার্গেটও তাদের হারানো।’

এশিয়া কাপের বাংলাদেশ আর বিশ্বকাপের বাংলাদেশ যে এক দল নয় মুশফিক জানালেন সেটাও। সাকিব,তামিম,মাশরাফিরা খেলবেন বলে আফগানিস্তানকে আগাম হুমকিও দিলেন তিনি,‘এশিয়া কাপে বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়া আমরা আফগানিস্তানের সঙ্গে খেলেছি। আমাদের দলে সাকিব, তামিম ও মাশরাফির মতো সেরা খেলোয়াড়রা ছিলেন না। আশা করি বিশ্বকাপে তারা দলে থাকবেন। আফগানিস্তানও নতুন এক বাংলাদেশকে দেখতে পাবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফাই রাউন্ড শুরু হবে ১৬ মার্চ। এর আগে, ১২ মার্চ সংযুক্ত আরব আমিরাত ও ১৪ মার্চ আয়ারল্যান্ডের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

লঙ্কানদের সঙ্গে সিরিজে টানা হারের ধারাবাহিকতায় এশিয়া কাপে ব্যর্থ বাংলাদেশ দল। এ হারের বৃত্ত থেকে বের হতে চান মুশফিক,‘আমাদের দলের সবাই খুব সতর্ক। এই হারের বৃত্ত থেকে আমরা বের হতে চাই। শ্রীলঙ্কার সঙ্গে ও এশিয়া কাপে আমরা আমাদের সবটুকু উজাড় করে খেলতে পারিনি। আশা করি টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। বেশ ক’টি ম্যাচ আমরা খুব কাছে গিয়ে হেরেছি।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ