ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে ৬৬ ঘাঁটি!

আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ভারতের সীমান্তবক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে ৬৬টি ভারতীয় সন্ত্রাসী ক্যাম্পের তালিকা হস্তান্তর করেছে। এসব ঘাঁটি উত্তর-পূর্ব ভারতের ৭টি রাজ্যের বিচ্ছিন্নতাবাদীদের বলে তা ভেঙ্গে দেয়ার জন্য বিজিবিকে অনুরোধ করা হয়েছে।

আসাম সীমান্তের বিএসএফ ইন্সপেক্টর সুধির কুমার শ্রীবাস্তব বলেছেন, বাংলাদেশের মাটিতে এসব ঘাঁটির অস্তিত্ব রয়েছে। এসব ঘাঁটির তালিকা বিজিবিকে দেয়ার কথা রোববার সাংবাদিকদের জানিয়েছেন সুধির।

পরিদর্শক জেনারেলদের ৬ মার্চ থেকে ৯ মার্চ মেঘালয়ে তিনদিনের ষান্মাসিক বৈঠকে তালিকাটি হস্তান্তর করা হয়েছে। ঘাঁটিগুলো ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা), ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বোডোল্যান্ড, দ্যা পিপলস লিবারেশন আর্মিসহ বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনের।

শ্রীবাস্তব জানিয়েছেন, বাংলাদেশ দলের নেতৃত্ব দেয়া ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুল করিম তদন্ত করে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

বিভিন্ন সময়ে বাংলাদেশে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটির জুজু তুলে আসছে দিল্লি। তবে এ ধরনের ঘাঁটি থাকার প্রমাণ কখনো খুব একটা পাওয়া যায়নি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ