ইরাকে গাড়িবোমা বিস্ফোরনে নিহত ৩৫
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ইরাকের হিল্লাহ শহরের একটি নিরাপত্তা চেকপয়েন্টে গাড়িবোমা বিস্ফোরনে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন শতাধিক মানুষ।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিস্ফোরকভর্তি একটি মিনিবাস নিয়ে চেকপয়েন্টে গিয়ে বিস্ফোরন ঘটায় এক আত্মঘাতী হামলাকারী। শিয়া মুসলিম অধ্যুষিত হিল্লা শহরের প্রধান চেকপোস্টটির কাছে বিস্ফোরনটি ঘটানো হয়।
এতে যাত্রীবোঝাই ৫০টির মতো কারে আগুন ধরে যায়। ধ্বংস হয়ে যায় চেকপয়েন্ট কমপ্লেক্সটি। কারা হামলার পেছনে দায়ী তা এখনো নিশ্চিত নয়।
এক প্রত্যক্ষদর্শী ক্ষুদ্র ব্যবসায়ী জানিয়েছেন, নিজের দোকানে বসা ছিলেন তিনি। হঠাৎ বিস্ফোরনের কারণে বাইরে গিয়ে পড়েন। এ সময় অনেকগুলো গাড়িতে আগুন ধরে যায়। ভেতরে যাত্রীরা পুড়তে থাকেন। পুলিশ গাড়ির বিভিন্ন অংশ কেটে পুড়ে চাই হয়ে যাওয়া মানুষদের বের করে আনার চেষ্টা করে।
ইরাকে এ বছর সহিংসতার ঘটনা ব্যাপকহারে বেড়েছে। বছরের প্রথম দুই মাসেই প্রাণ হারিয়েছেন ২ হাজারের বেশি মানুষ।