শ্রীপুরে সংঘর্ষে আহত ছাত্রলীগ নেতার মৃত্যু
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, গাজীপুরঃ উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ছাত্রলীগ নেতা আল আমিন মারা গেছেন।
সোমবার ভোররাতে ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আল আমিন শ্রীপুর পৌর এলাকার উজলাব গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিলের সমর্থক।
এব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সংঘর্ষে আহত আল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে তার অবস্থার অবনতি হয়। পরে তাকে এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উল্লেখ্য, শনিবার শ্রীপুরে আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে গুলিবিদ্ধ হন ছাত্রলীগ নেতা আল আমিন। এছাড়া আহত হন আরও ২৫ জন।