দেশে সুড়ঙ্গ উন্নয়ন চলছেঃ রিজভী

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দেশে এখন সুড়ঙ্গ উন্নয়ন চলছে। প্রকাশ্যে লুটপাট শেষ হওয়ার পর এখন সুড়ঙ্গ পথে  রাষ্ট্রীয় ব্যাংকের অর্থ লুট হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ।

নয়াপল্টনের বিএনপির দলীয় কার্যালয়ে সোমবার বেলা সাড়ে ১১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, একেরপর এক সুড়ঙ্গ তৈরি করে সরকারি ব্যাংকের ভোল্ট ভেঙ্গে কোটি কোটি টাকা বের করে নিচ্ছে দুর্বৃত্তরা। কারণ সরকার রাষ্ট্র চালাতে অন্যায় ও বেআইনি পন্থা অনুসরণ করেছে।

উপজেলা নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, সরকার ও নির্বাচন কমিশনের নিলর্জ্জ উচ্চারণ উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে। অনিয়ম ঠেকাতে এ নির্বাচন কমিশন সরকারে তল্পিবাহকের ভূমিকা পালন করছে।

তিনি অভিযোগ করে বলেন, এ নির্বাচন কমিশন সরকারের নির্বাহী বিভাগের বশীভূত। এ নির্বাচন কমিশন নিজেই সুষ্ঠু ও নিরপেক্ষ উপজেলা নির্বাচন অনুষ্ঠানে বড় বাধা।

অবিলম্বে অবাধ ও সুষ্ঠু নিবাচনের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে কেবল মাত্র জনগণের ঘাড়ে চেপে বসা সিন্দাবাদের দৈত্যরূপী এ অবৈধ সরকারকে অপসারণ করা সম্ভব বলেও মন্তব্য করেন রিজভী।

এ সময় উপস্থিত ছিলেন- দলের সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহিন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ