লক্ষাধিক বাংলাদেশি পাবেন হজ্বের সুযোগ

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ হজ্ব, ওমরাহ নীতি ও হজ্ব প্যাকেজ-২০১৪’র খসড়ার চুড়ান্ত অনুমোদান দিয়েছে মন্ত্রিসভা। এ বছর হজ্ব প্যাকেজ অনুযায়ী সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ এক হাজার ৭৫৮ জন বাংলাদেশি হজ্ব করার সুযোগ পাবেন। সরকারি ব্যবস্থাপনায় তিন লাখ ৫৪ হাজার ৩১৬ টাকা এবং বেসরকারি ব্যবস্থাপনায় দুই ৯৫ হাজার ৭৭৬ টাকা ব্যয় হবে।

সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এসব তথ্য জানান। মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উত্থাপিত জাতীয় হজ্ব ও ওমরাহ নীতি ১৪৩৫ হিজরি ও হজ্ব প্যাকেজ-২০১৪’র চুড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। হজ্ব প্যাকেজ অনুযায়ী এ বছর সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজারসহ মোটিএক লাখ এক হাজার ৭৫৮ জন বাংলাদেশি হজ্ব পালনের সুযোগ লাভ করবেন। বেসরকারিভাবে হজ্ব পালনের সুযোগ পাবেন ৯১ হাজার ৭৫৮ জন।’

মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা বলেন, ‘এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজ্ব করতে ব্যয় হবে তিন লাখ ৫৪ হাজার ৩১৬ টাকা এবং বেসরকারি ব্যবস্থাপনায় ব্যয় হবে দুই লাখ ৯৫ হাজার ৭৭৬ টাকা। এর সঙ্গে কোরবানীর জন্য ১০ হাজার ৫০০ টাকা যোগ হবে।’

এছাড়া ডলারের বিনীময় হারের কারণে ব্যয় একটু কম-বেশি হতে পারে বলেও জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, ‘বেসরকারি ব্যবস্থাপনায় যারা হজ্ব পালন করতে যাবেন তাদের নিজেদের থাকার জন্য বাড়ি বা হোটেলের ব্যবস্থা করতে হবে।’ চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ অক্টোবর ঈদুল আযাহা অনুষ্ঠিত হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।’

মন্ত্রিপরিষদ সচিব জানান, রাঙামাটি বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন-২০১৪’র খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।’

তিনি বলেন, ‘১৯৯৯ সালে প্রথম এ আইন প্রণয়ন করা হয়েছিল। এরপর এ আইনের সংশোধন আনা হয়। এই তিন জেলায় উপজেলা নির্বাচন না হওয়া পর্যন্ত ১১ সদস্য বিশিষ্ট জেলা পরিষদ গঠন করা হবে। এতে একজন চেয়ারম্যান ও ১০ জন সদস্য থাকবেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ