হাইকোর্টের স্থগিতাদেশ দাখিল করলেন সালমান এফ রহমান

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বেক্সিমকো লিমিটেডের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানসহ শেয়ারবাজার কেলেঙ্কারি মামলার তিন আসামি হাইকোর্টের স্থগিতাদেশ নিম্ন আদালতে দাখিল করেছেন। সোমবার বিকেল ৪টা ১৫ মিনিটে আসামিপক্ষের আইনজীবী এই স্থগিতাদেশ দাখিল করেন।

হাইকোর্ট এ মামলার সব কার্যক্রম বন্ধের জন্য ২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি আদেশ দেন। সে আদেশের কপি আজ দাখিল করলেন আসামিপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।

এর আগে সালমান এফ রহমানসহ বেক্সিমকো লিমিটেডের চেয়ারম্যান সোহেল এফ রহমান ও  ব্যবস্থাপনা পরিচালক ডি এইচ খানকে হাইকোর্টের স্থগিতাদেশ আগামী দুই দিনের মধ্যে দাখিলের নির্দেশ দেন নিম্ন আদালত।

আদেশে বলা হয়, মামলার কার্যক্রমের বিষয়ে হাইকোর্টের স্থগিতাদেশ গত চার বছর ধরে দাখিল করেননি আসামিরা। আগামী দুই কার্যদিবসের মধ্যে আসামিদের হাইকোর্টের আদেশ দাখিল করতে হবে। হাইকোর্টের আদেশ দাখিলের বিষয়ে আসামিপক্ষের আবেদন মঞ্জুর করা হলো।

আদেশে আরও বলা হয়, ফৌজদারি কার্যবিধির ৩৩৯ এর খ এর ২ ধারা অনুযায়ী আসামিদের অনুপস্থিতিতে বিচারকাজ চলবে।

ফৌজদারি কার্যবিধির ৩৩৯ এর খ এর ২ ধারায় বলা আছে, আসামিকে হাজির করার পর অথবা আসামি হাজির হবার পর অথবা জামিনে মুক্ত হবার পর যদি আসামি পলায়ন করে কিংবা হাজির হতে ব্যর্থ হয় সে ক্ষেত্রে নালিশী অপরাধের বিচার ওই ব্যক্তির বিচার তার অনুপস্থিতে অনুষ্ঠিত হবে।

মামলার নথি অনুসন্ধানে জানা যায়, ২০১০ সালের ১০ আগস্ট আসামি সালমান এফ রহমানসহ তিন আসামির বিরুদ্ধে সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের ২৫ ধারায় আদালত অভিযোগ গঠন করেন। এ আদেশের বিরুদ্ধে আসামিপক্ষ হাইকোর্টে রিট করেন। ওই মামলার প্রেক্ষিতে হাইকোর্ট স্থগিতাদেশ দেন।

মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৪ এপ্রিল ধার্য করেছেন আদালত। আজ মামলার বাদী সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের তৎকালীন নির্বাহী পরিচালক এম এ রশিদ খান আংশিক সাক্ষ্য দেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ