আ’লীগ ও তাদের পার্লামেন্ট অদ্ভুত: মোশাররফ

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আওয়ামী লীগ সরকার ও তাদের পার্লামেন্ট অদ্ভুত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ‘বর্তমান সরকার কোন যুক্তি বোঝেনা, তাদের কোন যুক্তি দেখিয়ে লাভ নেই। দেশের গণতন্ত্র পূণরুদ্ধার করতে হলে আন্দোলনের কোন বিকল্প নেই।’

জাতীয় প্রেস ক্লাবে সোমবার দুপুরে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় কমিটি আয়োজিত অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দিন আহমেদ এর স্বরণ সভা ও দোয়া মহফিলে তিনি এ কখা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বাংলাদেশে সর্বক্ষেত্রে আজ দলীয়করণের মহাউৎসব চলছে। একজন ব্যক্তির ইচ্ছাকে প্রাধান্য দিতে সংবিধান সংশোধন করা হয়েছে। বিচার বিভাগ, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সব স্তরে সবকিছুতে দলীয়করণ চলছে।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সংবিধানের দোহাই দিয়ে গণতন্ত্রকে হত্যা করছে। ৭৫ সালেও এরা গণতন্ত্রকে হত্যা করেছিল। এই আওয়ামী লীগের হাতে কখনও গণতন্ত্র নিরাপদ নয়। এদের হাত থেকে দেশকে বাঁচাতে আন্দোলনের কোন বিকল্প নেই। এদের কোন লজ্জা নেই বলে তারা নিজেদের সরকার বলে দাবি করে।’

বিএনপির এই নেতা বলেন, ‘এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হলে নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে।’

তিনি বলেন, ‘আজ দেশে একটি বাকশালী সরকার বাস করছে। ভোট ছাড়া নির্বাচিত এই সরকার কি করে জনগণের প্রতিনিধি হয়? ৫ জানুয়ারিতে দেশের জনগণ বেগম জিয়ার কথায় নির্বাচন বর্জন করেছে।’

আওয়ামী লীগ জনসমর্থনহীন সরকার উল্লেখ করে মোশাররফ বলেন, ‘এই সরকার অবৈধ পন্থায় গায়ের জোরে ক্ষমতায় টিকে আছে। দেশের জনগণ এই সরকারকে ভোট দেয়নি। তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।’

সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ’র সভাপতিত্বে স্বরণসভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি আ.ফ.ম. ইউসুফ হায়দার, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, মাহবুবুর রহমান মুক্তি সংগ্রাম পরিষদের সভাপতি রেজাউল কবীর শিকদার প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ