সুরম্য অট্টালিকা থেকে টিনশেডে বাংলাদেশ

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ টেস্ট খেলা ১০দশ দলের ৮টিই আছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে। অথচ স্বাগতিক হয়েও বাংলাদেশকে খেলতে হচ্ছে প্রথম পর্ব বা বাছাইপর্বে। এ তো সুরম্য অট্টালিকা থেকে কিছুদিনের জন্য হলেও টিনশেডে নেমে পড়া। কারণ ১৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া ওয়ার্ল্ড টি-টোয়েন্টির প্রথম পর্বে যে বাংলাদেশের একেকটি প্রতিপক্ষ ওই ঘরের বাসিন্দাই।

আফগানিস্তান, নেপাল ও হংকং আইসিসির সহযোগী সদস্য দেশ। তাদের সঙ্গে পর্বটার নাম আইসিসি ‘প্রথম পর্ব’ দিলেও এটি আসলে বাংলাদেশের জন্য বাছাই পর্বই। কারণ ‘সুপার টেন’ নামের দ্বিতীয় পর্বে টেস্ট খেলুড়ে অন্য আটটি দেশের সঙ্গে যোগ দিতে হলে বাছাই পর্বের ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হওয়া ছাড়া বিকল্প নেই বাংলাদেশের।

তার ওপর এশিয়া কাপে আফগানিস্তানের কাছে হারায় এই পর্বের বাধা বাংলাদেশ পেরোতে পারবে কি পারবে না, তা নিয়ে চাপা উৎকণ্ঠাও আছে। আইসিসি ট্রফি যুগেও এমন কত উদ্বেগে কেটেছে সময়। ১৯৯৭-র ৪ এপ্রিল হল্যান্ড ম্যাচেই যেমন আরেকবার হতাশার সমুদ্রে তলিয়ে যেতেও যেতেও যায়নি বাংলাদেশ। যায়নি অধিনায়ক আকরাম খানের খেলা অপরাজিত ৬৮ রানের ইনিংসের কারণে। বলা হয় যে ওই ইনিংসই বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী গতিপথ ঠিক করে দিয়েছিল। সময়ের পরিক্রমায় সেই আকরাম এখন বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের প্রধান। আসন্ন ওয়ার্ল্ড টি-টোয়েন্টির আগে তিনিও তো ফিরে যাচ্ছেন সেই আইসিসি ট্রফি যুগে।

আকরাম খান স্নায়ুক্ষয়ী সেই উত্তেজনা এখনো অনুভব করছেন। রাতের ঘুম হারাম করে দেওয়া টেনশন হচ্ছে এবারও। ১৬-২০ মার্চের মধ্যেই জানা হয়ে যাবে যে বাংলাদেশ ওয়ার্ল্ড টি-টোয়েন্টির মূল পর্বে যাচ্ছে কি না।

সেই অপেক্ষা ফুরানোর আগে সময়ের তুলনাটা আইসিসি ট্রফি যুগের সঙ্গেই করছেন বাংলাদেশ দলের সাবেক এ অধিনায়ক, ‘হ্যাঁ, বলতে পারেন যে কয়েকটা দিনের জন্য আইসিসি ট্রফি যুগেই ফিরতে চলেছি আমরা।’

বর্তমান অধিনায়ক মুশফিকুর রহিমও খুব একটা দ্বিমত করলেন না, ‘আমরা যেহেতু এখন টেস্ট প্লেয়িং দেশ, তাই পুরোপুরি হয়তো বলা যাবে না যে আইসিসি ট্রফি যুগে ফিরে যাচ্ছি। তবে আবহ অনেকটা ১৯৯৭-র সেই আইসিসি ট্রফির মতোই।’

আকরাম তো টেনে আনছেন সেই হল্যান্ড ম্যাচও, ‘টেনশনের দিক থেকে সেবারের হল্যান্ড আর এবারের আফগানিস্তান ম্যাচ কাছাকাছিই। আইসিসি ট্রফির ম্যাচটা ছিল ৫০ ওভারের। পরিস্থিতির কারণে যেটা আমাদের জন্য আরো কঠিন হয়ে উঠেছিল। আর এটা তো টি-টোয়েন্টি। সম্প্রতি আফগানদের কাছে একটা ম্যাচ হেরে যাওয়ায় আমাদের মধ্যে আরো টেনশন চলে এসেছে।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ