শত কোটির ওপরে বিক্রি হবে অ্যান্ড্রয়েড ডিভাইস
সাইফ মাহমুদ, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ অ্যান্ড্রয়েড ডিভাইস বেশ জনপ্রিয় হেয়ে উঠেছে সবার মাঝে। গবেষণা প্রতিষ্ঠান গার্টনার বলছে ২০১৪ সালে বিশ্বব্যাপী ১০০ কোটি ইউনিটেরও বেশি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত ডিভাইস বিক্রি হবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিশ্বব্যাপী অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোন ও ট্যাবলেটের চাহিদা বাড়াতেই এ অর্জন সম্ভব হবে। এদিকে চলতি বছরও সেলফোনের বিক্রি বৃদ্ধি অব্যাহত থাকবে। তবে এ হার কমে আসবে চলতি বছর। অবশ্য বেসিক ও ফিচার ফোনের বিক্রি কমলেও অব্যাহত থাকবে স্মার্টফোন কেনার হার।
গার্টনারের হিসাব অনুযায়ী, চলতি বছর সব ধরনের ইলেকট্রনিক পণ্য বিক্রি হবে ২৪৮ কোটি ইউনিট, যা গত বছরের তুলনায় ৭ দশমিক ৬ শতাংশ বেশি। বর্তমানে স্যামসাং, এইচটিসি, সনিসহ আরও প্রায় ৪৫০টি কোম্পানি অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন ও ট্যাবলেট তৈরি করছে।
এ কোম্পানিগুলোর সম্মিলিত অ্যান্ড্রয়েড যন্ত্র উৎপাদন ছাড়িয়ে যাবে ১১০ কোটি ইউনিটের ঘর, যা ২০১৩ সালের তুলনায় ২৬ শতাংশ বেশি। বিশেষ করে উদীয়মান বাজারগুলোয় অ্যান্ড্রয়েড ডিভাইসের চাহিদা বেশি থাকাতেই এ অর্জন করা যাবে। এদিকে অ্যাপলের আইওএসভিত্তিক আইফোন, আইপ্যাড ও ম্যাক ওএসভিত্তিক ম্যাক কম্পিউটারগুলোর সম্মিলিত বিক্রি ছাড়াবে ৩৪ কোটি ৪০ লাখ ইউনিটের ঘর। এক্ষেত্রে মার্কিন কোম্পানিটির বিক্রি প্রবৃদ্ধি দাঁড়াবে ২৮ শতাংশ।