জোট সরকারের নির্যাতনের তদন্ত প্রতিবেদন প্রকাশের নির্দেশ
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ২০০১ সালের নির্বাচন পরবর্তী চারদলীয় জোট সরকারের আমলের সহিংসতার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে গেজেট নোটিফিকেশন আকারে প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ বিষয়ে গঠিত কমিটির তদন্ত প্রতিবেদন সোমবার আদালতে উপস্থাপনের পর হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
সোমবার আদালতে ১ হাজার ৩৩ পৃষ্ঠার প্রতিবেদন উপস্থাপন করেন ডেপুটি অ্যাটার্নি জেনারেল বিশ্বজিত রায়।
তিনি সাংবাদিকদের বলেন, ২০০১ সালে নির্বাচন পরবর্তী সহিংসতায় সাবেক জেলা জজ মো. সাহাবুদ্দিন (বর্তমানে দুদক কমিশনার) কমিশন তদন্ত করেন। তদন্ত শেষে প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দাখিল করা হয়।
পরে মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে বিষয়টি অবহিত করা হয়। এটি জানানোর পর আদালত ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন গেজেট নোটিফিকেশন আকারে প্রকাশের নির্দেশ দেন। এ বিষয়ে এপ্রিল মাসের মধ্যে আদালতে একটি প্রতিবেদন দাখিল করতে হবে।