আফগান নির্বাচন বানচালের হুমকি তালেবানের

taleban afgan election তালেবান আফগান নির্বাচনআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আগামি মাসে অনুষ্ঠেয় আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন বানচালের হুমকি দিয়েছে তালেবান। গ্রুপটি বলেছে, নির্বাচন বানচালের জন্য সব শক্তি তারা প্রয়োগ করবে। ফলে আফগানদেরকে ভোটে অংশ নেয়া ও ভোট কেন্দ্রের আশপাশে অবস্থান না করার জন্য সতর্ক করে দেয়া হয়েছে।

তৃতীয় প্রেসিডেন্ট ও প্রাদেশিক পরিষদ নির্বাচনের মাত্র ২৬ দিন আগে এক বিবৃতি দিয়ে তালেবানের পক্ষ থেকে বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, আমরা দেশের জনগণকে আবারও সতর্ক করে দিচ্ছি যেন, তারা নির্বাচনি অফিস, ভোট কেন্দ্র ও নির্বাচনি মিছিল-র‌্যালি থেকে দূরত্ব বজায় রাখেন। আল্লাহ না করুন এমনটি না করলে তাদের জীবন হুমকির মুখে পড়তে পারে।

এর আগেও একাধিকবার ৫ এপ্রিলের নির্বাচনে অংশ না নেয়ার জন্য দেশবাসীকে সতর্ক করেছিল তালেবান। তবে এবারের হুমকিতে সবচেয়ে কড়া ভাষা ব্যবহার করা হয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ