ছয় নির্মাতার ছয় চলচ্চিত্র
বুটিক সিনেমা’র ব্যানারে নির্মিত হতে যাচ্ছে ছয়টি নতুন চলচ্চিত্র। ছয় চলচ্চিত্র নির্মাণ করবেন ছয় তরুণ নির্মাতা। এই ছয় চলচ্চিত্র নির্মাতা হলেন অমিতাভ রেজা, আকরাম খান, আদনান আল রাজীব, আবু শাহেদ, গোলাম কিবরিয়া ও রবিউল আলম। তাদের চলচ্চিত্রগুলোর নাম যথাক্রমে প্রক্সি, কে, প্রজন্ম এক্স, জালালের পিতাগণ, কর্পূর ও টাকার খেলা।
বুটিক সিনেমা প্রকল্পের প্রতিটি চলচ্চিত্র প্রযোজনা করবে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।
শনিবার ঢাকার ওয়েস্টিন হোটেলে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয় এই ছয় নির্মাতাকে। অনুষ্ঠানে উপস্থিত সবার সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেন এবং বুটিক সিনেমা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
বুটিক সিনেমার নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করবেন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, ‘প্রতিবছর যেন সাত-আটটি ভালো চলচ্চিত্র তৈরি হয়, তাই এ উদ্যোগ।’
বুটিক সিনেমা প্রকল্পের এ উদ্যোগকে স্বাগত জানাতে এসেছিলেন চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম, মহম্মদ হান্নান, শহিদুল ইসলাম খোকন, মতিন রহমান, শাহ আলম কিরণ, আবদুস সামাদ খোকন, নূর মোহাম্মদ মনি, গোলাম রাব্বানী বিপ্লব, মুশফিকুর রহমান গুলজার, সামিয়া জামান, প্রযোজক হাবিবুর রহমান খানসহ আরও অনেকে।