স্বামীকে হত্যা চেষ্টায় রাজশাহীতে স্ত্রীসহ ৩ জনের যাবজ্জীবন

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, রাজশাহীঃ পরকীয়া প্রেমের কারণে স্বামীকে এসিড ছুঁড়ে হত্যার চেষ্টার মামলায় স্ত্রীসহ তিনজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শহীদুল্লাহ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, স্ত্রী দিনা (২৬), প্রেমিক ওমর ফারুক (৩০) ও তার সহযোগী পালন ঘোষ (৩৫)। রায় ঘোষণার সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, ২০০৯ সালের ৩ জুলাই রাতে নগরীর রাজপাড়া থানার সায়েরগাছা এলাকার লালন উদ্দিন তার নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। এ সময় তার দ্বিতীয় স্ত্রী দিনা অপর দুইজনের সহায়তায় তার ওপর এসিড ছুঁড়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করেন। এ ঘটনায় লালন উদ্দিন বাদী হয়ে ২০১০ সালের ১৪ ডিসেম্বর স্ত্রী দিনাসহ ৩ জনকে আসামি করে নগরীর রাজপাড়া থানায় হত্যার চেষ্টার মামলা করেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ