বাণিজ্যিক ভ্রমণে ব্যয় করা যাবে ১০ হাজার ডলার

dollers ডলাররিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ এখন থেকে ব্যবসায়ীরা বিদেশে ভ্রমনকালে ব্যক্তিগত ব্যয় মেটাতে এক বছরে ১০ হাজার মার্কিন ডলার পর্যন্ত সঙ্গে নিতে পারবেন। এর আগে এর সর্বোচ্চ সীমা ছিল ৫ হাজার মার্কিন ডলার।

সোমবার বৈদেশিক মুদ্রা লেনদেন নীতিমালা সংশোধন করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের আমদানিকারক, রফতানিকারক ও স্থানীয় বাজারের প্রযোজকরা কোনো এক বছরে তাদের ব্যবসায়িক ভ্রমণে সর্বোচ্চ ১০ হাজার ডলার দেশ থেকে নিয়ে যেতে পারবেন।

তবে প্রতি ভ্রমণে সর্বোচ্চ ৪ হাজার ডলার নিতে পারবে এবং প্রতিদিন ৪০০ ডলার ব্যয় করতে পারবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বাংলাদেশের কোনো সংগঠনে কার্যরত কোনো বিদেশি নাগরিক ভ্রমণের সময়ে বাংলাদেশিদের ন্যয় ১০ হাজার ডলার নিতে পারবেন। এই বৈদেশিক মুদ্রা তারা আন্তর্জাতিক ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। তবে বিদেশিদের বৈধ ভিসা ও কাজ করার অনুমতি থাকতে হবে।

ব্যাংকগুলোকে সঠিকভাবে যাচাই-বাছাই করে ব্যবসায়িক কাজে ভ্রমণে ব্যয় হওয়া নথিপত্র বাংলাদেশ ব্যাংকে জমা দিতে বলা হয়েছে।

তথ্যে সঠিকতা নিশ্চিত করে কেন্দ্রীয় ব্যাংক থেকে উপরোক্ত অর্থ বিদেশে নিতে অনুমোদন নিতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ