বন্দুক ছেড়ে আলোচনায় বসুন : খালেদা

khaleda Zia খালেদা জিয়াসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকারের উদ্দেশ্যে বলেছেন, যদি মনে করেন বন্দুক দিয়ে ক্ষমতায় থাকবেন তাহলে পরিণতি  আরো খারাপ হবে। তাই সরকারকে  বলবো বন্দুক ছেড়ে আলোচনায় বসুন।

ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির (জাপা)নেতাকর্মীদের বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সোমবার রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঠাকুরগাঁও জেলা জাপার সাধারণ সম্পাদক সলতানুল ফেরদৌস নম্য চৌধুরীসহ ৬৮ নেতাকর্মী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন।

নির্বাচন প্রসঙ্গে বেগম জিয়া বলেন,  বর্তমানে উপজেলায় নির্বাচন চলছে। এই নির্বাচনে ভোটের উৎসব চলছে। নারী-পুরুষের দীর্ঘ লাইন দেখা যায় কেন্দ্রে। এ রকম লাইন কি ৫ জানুয়ারির নির্বাচনে দেখেছেন? তাহলে ওটা কীসের নির্বাচন ছিল?

বেগম জিয়া বলেন, একারণে আমরা বলি এই সরকার অবৈধ, অগণতান্ত্রিক, অসাংবিধানিক। তারা যতই সংবিধানের দোহাই দিক। কীভাবে সাংবিধানিক সরকার হবে তারা? তারা তো নির্বাচিতই হয়েছে অগণতান্ত্রিকভাবে।

 

তিনি বলেন, এবার অনেক নতুন ভোটার একতরফা নির্বাচনের কারণে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তারা ভোট দেয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। তাহলে এই সরকারকে কীভাবে গণতান্ত্রিক সরকার বলা যাবে?

এসময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

বিএনপিতে যোগদানকারী জাপার অন্য নেতাকর্মীদের মধ্যে ছিলেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন, সমবায় বিষয়ক সম্পাদক মো. শামসুল ইসলাম, প্রচার সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ঠাকুরগাঁও সদর উপজেলার সভাপতি মো. মোশাররফ হোসেন, সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ