শীতলক্ষ্যায় ট্রলার ডুবিঃ যুবকের লাশ উদ্ধার, নিখোঁজ ৭

Gazipur গাজীপুর

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, গাজীপুরঃ গাজীপুর জেলার কালীগঞ্জ ও নরসিংদী জেলার সীমান্তবর্তী জামালপুর পয়েন্টে শীতলক্ষ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ইমন (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার বাবার নাম কাজল মিয়া। তার বাড়ি জেলার কালিগঞ্জ থানার বাহাদুর শাদী গ্রামে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারের বেশিরভাগ যাত্রীকেই সঙ্গে সঙ্গে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ৬-৭ জন নিখোঁজ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। এ পর্যন্ত এক জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানায়, যাত্রীবাহী ট্রলারটি কালীগঞ্জের জামালপুর থেকে নরসিংদীর পলাশে যাচ্ছিল। ডুবে যাওয়ার পর স্থানীয় লোকজন বিভিন্ন নৌকা ও ট্রলার দিয়ে যাত্রীদের উদ্ধার করেন। অনেকে সাঁতরেও তীরে ওঠেন।

কালীগঞ্জ থানার ওসি নাজমুল ইসলাম ভূঁইয়া জানান, ট্রলারে ৫০ জনের বেশি যাত্রী ছিলেন। প্রায় সবাই তীরে উঠেছেন। এক জনের মৃতদেহ পাওয়া গেছে। তবে এরপরও কেউ নিঁখোজ আছেন কি না সে ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ