পদ্মা সেতু নির্মাণে ৩ আন্তর্জাতিক প্রতিষ্ঠান চূড়ান্ত

padma পদ্মা ব্রীজ সেতু bridge

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পদ্মা সেতু নির্মাণে প্রাথমিকভাবে তিনটি আন্তর্জাতিক নির্মাতা প্রতিষ্ঠানকে চূড়ান্ত করেছে সরকার।  প্রতিষ্ঠানগুলোর মধ্যে দু’টি দক্ষিণ কোরীয় ও একটি চীনা।

মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর সেতু ভবনে এ তথ্য জানান যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

দক্ষিণ কোরীয় দু’টি কোম্পানি হচ্ছে স্যামসাং ও ডেইলিম। চীনা কোম্পানিটি হচ্ছে চায়না মেজর ব্রিজ। প্রতিষ্ঠানগুলোকে ৩ এপ্রিলের মধ্যে আর্থিক প্রস্তাব দিতে বলেছে সরকার। তাদের মধ্যে চূড়ান্তভাবে একটি প্রতিষ্ঠান পদ্মা সেতু নির্মাণের দায়িত্ব পাবে।

এসময় ওবায়দুল কাদের বলেন, ‘কারিগরি মূল্যায়ন কমিটি প্রতিষ্ঠানগুলোর আর্থিক প্রস্তাব পরীক্ষা করে দেখবে। যারটি উপযুক্ত বিবেচিত হবে তাকেই কার্যাদেশ দেওয়া হবে।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ