৫ জানুয়ারির নির্বাচন নিয়ে মত পাল্টায়নি ইইউ

EEU ইইউরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ৫ জানুয়ারির একতরফা ও ভোটারবিহীন সংসদ নির্বাচন নিয়ে মত পাল্টায়নি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ঢাকায় নিযুক্ত কানাডীয় হাইকমিশনার হিদার ক্রুডেন বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিক্রিয়া বদলায়নি।

রাজধানীর অলিয়াঁস ফ্রঁসেসে ‘ফ্রানকো ফনি’ উদযাপন উপলক্ষে মঙ্গলবার দুপুরে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

হিদার ক্রুডেন বলেন, বাংলাদেশে নির্বাচন ঘিরে যে ধরনের সহিংসতা হয়, তা উন্নয়ন ও সংখ্যালঘু সম্প্রদায়সহ সবার জন্য খারাপ। তাই আগামীতে যাতে ৫-১০টি নির্বাচন শান্তিপূর্ণ এবং সুষ্ঠু হয়,  সেটি এখনই আলোচনার মাধ্যমে ঠিক করতে হবে।

সংবাদ সম্মেলনে জার্মান, ফ্রান্সসহ ৭ দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ