দিনশেষে সূচক বাড়লেও কমেছে লেনদেন
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দিনভর সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেনের পর দিনশেষে আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে সূচক। তবে টাকার অংকে লেনদেন কমেছে।
সোমবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার ৬৭২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে ১৬৪টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি।টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৩৬ কোটি ০৯ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। রোববার লেনদেন হয়েছিলো ৪০১ কোটি ৭৬ লাখ টাকা। শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১২ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬৮১ পয়েন্টে।
অন্যদিকে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক কমেছে। এদিন সিএসইর সাধারণ মূল্য সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে নয় হাজার ১৫৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩১ কোটি ৪৯ লাখ টাকা।