দেবিদ্বারে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, হাসপাতাল ভাঙচুর

comilla map কুমিল্লারিপোর্টার, এবিসি নিউজ বিডি,কুমিল্লাঃ কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় ভুল চিকিৎসায় মো. ইউনুস সরকার (৪০) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাঙচুর করেছে স্থানীয়রা। এদিকে,  হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

এ ঘটনার জেরে দুপুর ১২টার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হোসেন তাৎক্ষণিক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে হাসপাতালটিতে তালা ঝুলিয়ে দেন।

আটক ব্যক্তিরা হলেন, অপারেশনের দায়িত্বে থাকা দেবিদ্বার মেডিকেল সেন্টারের দায়িত্বরত চিকিৎসক ওয়াহিদুজ্জামান ও অপারেশন থিয়েটারের বয় পলাশ।

জানা গেছেয়, সোমবার দুপুরে ইউনুস সরকার পিত্তথলির অপারেশনের জন্য দেবিদ্বার পৌর এলাকার মেডিকেল সেন্টারে ভর্তি হন। রাত ১টার সময় তাকে অপারেশন থিয়েটারে নিয়ে এনেসথেশিয়া ইনজেকশন দেওয়া হয়। অপারেশন চলাকালে রাত প্রায় ২টার দিকে ইউনুস সরকারের মৃত্যু হয়। এসময় অপারেশনের দায়িত্বে থাকা চিকিৎসক আনোয়ারুল হক (কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক) কাউকে কিছু না জানিয়ে চলে যান। এ ঘটনায় রোগির স্বজনরা সকালে দেবিদ্বার থানায় অভিযোগ করলে পুলিশ ওই দুইজনকে আটক করে।

এ বিষয়ে দেবিদ্ধার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ