প্রশিকার ফারুকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ প্রতারণার মামলায় বেসরকারী উন্নয়ন সংস্থা প্রশিকার চেয়ারম্যান কাজী ফারুক আহমেদসহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার মহানগর হাকিম হাসিবুল হক মঙ্গলবার বিকেলে এ আদেশ দেন।
ফারুক ছাড়া অপর পাঁচজন হলেন, কাজী খাজে আলম, আলতাফ হোসেন তালুকদার, মাহবুব আলম, আবুল কাশেম ও আলমগীর হোসেন। এরা প্রশিকার উচ্চ পদস্থ কর্মকর্তা।
গত বছরের ১১ সেপ্টেম্বর প্রশিকার সাবেক কম্পিউটার অপারেটর কামরুল ইসলাম বাদি হয়ে আদালতে এ মামলাটি করেন। মামলায় বলা হয়, আসামিরা বাদির বেতন-ভাতাসহ প্রায় দেড় লাখ টাকা না দিয়ে প্রতারণার আশ্রয় নেয়।