অবৈধ গর্ভপাত ঘটানোর দায়ে চিকিৎসকসহ ২ জনের কারাদণ্ড
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, দিনাজপুরঃ অবৈধভাবে ও অনিচ্ছাকৃত গর্ভপাত ঘটানোর দায়ে দিনাজপুরে একজন চিকিৎসক ও গর্ভধারণে জড়িত একজনকে ৮ বছর সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে উভয়কে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের রায় প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে দিনাজপুর অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক মাহমুদুল করিম এই রায় প্রদান করেন।
জানা যায়, বিয়ের প্রলোভনে দিনাজপুর বোচাগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের হাকিমউদ্দিনের ছেলে পিন্টু ওরফে মোস্তাফিজুর রহমান (৪০) একই উপজেলার মুরারীপুর এলাকার এক তরুনীর সঙ্গে দৈহিক মেলামেশা করে। এরই এক পর্যায়ে ওই তরুনী গর্ভবতী হয়ে পড়লে ১৯৯৯ সালের ২২ এপ্রিল দিনাজপুর সদর হাসপাতালের গাইনী কনসালটেন্ট ডা. হযরত আলীর নিকট নিয়ে যান। ওই দিন ডা. হযরত আলী ওই তরুনীকে ওষুধ সেবন ও পেটের নিচে মলম লাগিয়ে দেয়। ওষুধ সেবনের ৪ দিন পর ওই তরুনী পেটে ব্যথা অনুভব করলে তাকে ডা. হযরত আলী অবৈধভাবে ও গর্ভধারীনীর ইচ্ছার বাইরে মৃত কন্যা সন্তানের গর্ভপাত ঘটায়। এ ঘটনায় ওই তরুনী বাদী হয়ে ৩০ এপ্রিল বোচাগঞ্জ থানায় একটি মামলা করেন।
মামলায় ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্য শেষে আদালত দণ্ড বিধির ৩১৩/৩৪ ধারায় ওই দু’জনকে উপরোক্ত সাজা প্রদান করেন।