ফিলিস্তিনে ইসরাইলি বিমান হামলা-সহিংসতায় নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বিমান হামলায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন। ভিন্ন ঘটনায় পশ্চিমতীরে ইসরাইলি বাহিনীর তাড়া খেয়ে প্রাণ হারিয়েছেন আরো দুইজন ফিলিস্তিনি নাগরিক। তবে এ বিষয়ে কোন মন্তব্য করেনি মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া দখলদার ইসরাইলি বাহিনী।
ফিলিস্তিনি সংস্থা ইসলামিক জিহাদ এক বিবৃতিতে জানিয়েছে, মিসর সীমান্তের রাফা শহরের দিকে ইসরাইলি বাহিনী প্রবেশ করতে গেলে তাদেরকে প্রতিরোধ করে সংস্থাটির সদস্যরা। এ কারণে ইসরাইলিরা হামলা করলে নিহত হন ৩ জন।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেইনাহ বলেছেন, ইসরাইলের সর্বশেষ সামরিক আগ্রাসন পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। ফিলিস্তিনি সূত্র বলছে, পশ্চিমতীরে ইসরাইলি পুলিশের ধাওয়া খেয়ে এক ফিলিস্তিনি নিহত হওয়ার পর বিমান হামলা করে ইসরাইল।
এছাড়া ভিন্ন ঘটনায় পশ্চিমতীরেই সোমবার ইসরাইলি সেনারা গুলি করে এক যুবককে হত্যা করেছে। কারণে-অকারণে ইসরাইল নিরীহ-নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর হামলা করে হতাহতের ঘটনা ঘটিয়ে থাকে।