ছত্তিসগড়ে মাওবাদী হামলায় নিহত ২০

Maobadi মাওবাদীআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ভোটের আগে ছত্তিসগড়ে ভয়াবহ মাওবাদী হামলারে ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারালেন জেলা পুলিশের ৫ কর্মীসহ ১৫ জন সিআরপিএফ জওয়ান।

সুকমার, জিরমঘাঁটি এলাকায় সিআরপিএফের একটি দলের ওপর অতর্কিতে হামলা ওই চালায় মাওবাদীরা। সকাল দশটা নাগাদ টোমপাল থানা থেকে ৩৫জন সিআরপিএফ জওয়ানের একটি দল টহল দিতে বের হয়। কিছুদূর এগোনোর পরেই তাঁদের ওপর হামলা চালায় মাওবাদীরা।

লোকসভা ভোটে ছত্তিসগড়ে মাওবাদী হামলা হতে পারে বলে আগেই সতর্ক করেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। গত বছরের ২৪ মে এই এলাকাতেই ক্ষমতাসীন কংগ্রেস দলের এক গাড়িবহরে মাওবাদী হামলায় মহেন্দ্র কর্মা, বিদ্যাচরণ শুক্লা সহ ছত্তিসগড়ের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কংগ্রেস নেতার মৃত্যু হয়েছিল।

গত সপ্তাহেই দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় মৃত্যু হয়েছে ছয় সিআরপিএফ জওয়ানের। লোকসভা নির্বাচনকে সামনে রেখে এ ধরনের হামলা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ