টুইটের কারণে ১০ বছর জেল

আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের অপমান করে টুইট করায় এক সৌদি নাগরিককে ১০ বছরের জেল দিয়েছে দেশটির এক আদালত। ভিন্ন ঘটনায় অনলাইনে সরকারবিরোধী পোস্ট দেয়া ও প্রতিবাদে অংশ নেয়ায় অন্য একজনকে ৮ বছরের জেল দেয়া হয়েছে।

সাজার পাশাপাশি টুইটকারীর উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ ও ১ লাখ রিয়াল জরিমানা করা হয়েছে। সাজাপ্রাপ্তদের নাম প্রকাশ না করে সৌদি আরবের রাষ্ট্রীয় মিডিয়া বলেছে তাদেরেকে ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে।

টুইটকারীদের চরমপন্থী আখ্যায়িত করে সংস্কারবাদীদের সঙ্গে সংযুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত করে ওই সাজা দেয়া হয়েছে। সৌদি আরবে রাজপরিবার ও সরকারের সমালোচনাকে কঠোরভাবে দমন করা হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ