পাবলিক ওয়াই-ফাই ঝুঁকিপূর্ণ

Wifi ওয়াই-ফাইসাইফ মাহমুদ, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পাবলিক ওয়াই-ফাই হটস্পট ব্যবহার করে স্পর্শকাতর ডেটা আদান প্রদানের ব্যাপারে সতর্ক করে দিয়েছে ইউরোপিয়ান পুলিশ অফিস (ইউরোপোল)। পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করে সাইবার আক্রমণের ঘটনা বাড়তে থাকায় এই সতর্কবার্তা জানিয়েছে ইউরোপভিত্তিক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীটি।

বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সাইবার অপরাধীদের আক্রমণ এড়াতে পাবলিক ওয়াই-ফাই হটস্পট ব্যবহার না করে নিরাপত্তা ব্যবস্থ নিশ্চিত এমন ইন্টারনেট সংযোগ ব্যবহারের পরামর্শ দিয়েছেন ইউরোপোলের সাইবার ক্রাইম শাখার প্রধান ট্রোয়েলস ওয়ের্টিং।

পাবলিক ওয়াই-ফাই হটস্পট থেকে ডেটা চুরি করতে হ্যাকাররা যে পন্থাটি অবলম্বন করে তার প্রচলিত নাম ‘ম্যান-ইন-দ্য-মিডল’। ব্যবহারকারীর ডিভাইস আর ওয়াই-ফাই সংযোগের মাঝখানে অনুপ্রবেশ করে ব্যাংকিং লেনদেন, সোশাল মিডিয়া এবং ইমেইল অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড এমন বিভিন্ন স্পর্শকাতর তথ্য চুরি করে নেয় হ্যাকাররা।

সাইবার আক্রমণের ঝুঁকির কারণে খোদ ইউরোপিয়ান পার্লামেন্টেও ওয়াই-ফাই সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে ট্রোয়েলস ওয়ের্টিং বিবিসিকে বলেন, ‘পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করে স্পর্শকাতর ডেটা আদান প্রদানের সময় ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড, অর্থ চুরির ঘটনা ক্রমাগত বাড়ছে। অনিরাপদ ওয়াই-ফাই সংযোগের মাধ্যমে স্পর্শকাতর ডেটা আদান-প্রদানের ঝুঁকি সম্পর্কে ব্যহারকারীদের সতর্ক করা প্রয়োজন। কেবল নিরাপদ ওয়াই-ফাই বা নেটওয়ার্ক সংযোগ দিয়েই গুরুত্বপূর্ণ ডেটা আদান প্রদান করা উচিত।

ওয়ের্টিংয়ের সঙ্গে একমত পোষণ করেছেন যুক্তরাজ্যের সাইবার কাইম ইউনিটের সাবেক প্রধান, সাইবার সিকিউরিটি গবেষক চার্লি ম্যাকমার্ডি। বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোও একই ধরণের সাইবার আক্রমণের শিকার হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ওয়াই-ফাই হটস্পটের সব ডেটা চুরি না করে নির্দিষ্ট একজন ব্যক্তির তথ্য চুরির ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন তিনি। তার মতে পাবলিক ওয়াই-ফাই ব্যবহারের ঝুঁকি সম্পর্কে সাধারণ ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা বাড়ানো এখন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ