ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী ব্যাংক থেকে ১০ লাখ টাকা চুরি

brammonbariya ব্রাহ্মণবাড়িয়ারিপোর্টার, এবিসি নিউজ বিডি, ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী ব্যাংকে দিন-দুপুরে এক গ্রাহকের ১০ লাখ টাকা ও একটি ল্যাপটপ চুরি হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা শহরের ব্যস্ততম পুরাতন কোর্ট রোডে অবস্থিত ইসলামী ব্যাংক শাখার তিনতলায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বিসিক শিল্পনগরীর আরমান সোপ ফ্যাক্টরি ও আরশী মেটাল ইন্ডাস্ট্রিজের মালিক হাজী মো. সোলাইমান মিয়া সকাল সাড়ে ১১টার দিকে ব্যাংক থেকে ১০ লাখ টাকা ঋণ (লোন) উত্তোলন করেন। পরে ল্যাপটপের ব্যাগে ঢুকিয়ে ব্যাগটি কাউন্টারের সামনে রেখে পাশের টেবিলে কাজ করছিলেন। এসময় তিন যুবক ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এই ঘটনায় শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইসলামী ব্যাংক লিমিটেড কোর্ট রোড শাখার ব্যবস্থাপক এ.এফ.এম. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্রাহক মো. সোলাইমান মিয়া ১০ লাখ টাকা ল্যাপটপের ব্যাগে ঢুকিয়ে ব্যাগটি কাউন্টারের সামনে রেখে পাশের টেবিলে কাজ করার সময় তিন যুবক ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ