সাংবাদিক সংগঠনগুলোর প্রতি প্রথম আলো সম্পাদকের কৃতজ্ঞতা

Prothom Alo Editorরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ প্রথম আলোর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে রুল জারি প্রসঙ্গে সাংবাদিক সংগঠনগুলো বিবৃতি দেয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান।

মঙ্গলবার হাইকোর্টে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চে জবাব উপস্থাপন শেষে সাংবাদিকদেরকে এ কথা জানান তিনি।

মতিউর রহমান বলেন, আজকে বিশেষ অবস্থায় আপনারা দেখেছেন ১৬ জন সম্পাদক বিবৃতি দিয়েছেন। সাংবাদিক সংগঠনগুলো এগিয়ে এসেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। তারা একত্রে এগিয়ে এসে আমাদের পক্ষে দাড়িয়েছেন। আমাদের বিশেষভাবে শক্তি দিয়েছেন। এতে আমরা উৎসাহিত হয়েছি।

তিনি বলেন, আদালত আমাকে ডেকেছিলেন। আমি যে বক্তব্য আদালতে উপস্থাপন করেছি তা পড়েছি কিনা বা জেনে বুঝে তাতে স্বাক্ষর করেছি কিনা আদালত তা জানতে চেয়েছেন। আমি বলেছি, আমি জেনে বুঝেই ব্যাখ্যা দাখিল করেছি।

তিনি আরও বলেন, সম্পাদকীয় বিষয়ে একজন সম্পাদক হিসেবে দায়-দায়িত্ব তো আমাকেই নিতে হবে। তবে এটাও আদালতে বলেছি যে, আমাদের লিখিত বক্তব্যে আছে বিশেষভাবে বিশেষ কোন আদালতকে ক্ষতিগ্রস্থ করা বা দূর্বল করা আমাদের উদ্দেশ্য ছিল না। আমরা ইচ্ছাকৃত ভাবে কোন আদালতকে দূর্বল করতে চাইনি।

প্রথম আলোর সম্পাদক বলেন, আমাদের দেয়া বক্তব্যে বলেছি, সিনিয়র কয়েকজন আইনজীবী ঢালাওভাবে সাংবাদিকতা নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা গ্রহণযোগ্য নয়। এর মাধ্যমে সাংবাদিকদের হেয় করা হয়েছে। সাংবাদ মাধ্যম ও বিচারবিভাগ মুখোমুখি করে ফেলাটাও কারো জন্য ভাল হবে না।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ