বিদেশি প্রতিষ্ঠান পেল ঋণ নেয়ার সুযোগ

bangladesh bank বাংলাদেশ ব্যাংকরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিদেশি মালিকানায় পরিচালিত প্রতিষ্ঠানকে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বাংলাদেশি মুদ্রায়(টাকায়) ঋণ নেওয়ার সুযোগ করে দিল কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশে সব তফসিলি ব্যাংক ও নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

আগে বিদেশি কোম্পানির স্থানীয় উদ্যোক্তার শেয়ারের সমপরিমাণ ঋণ নিতে পারতো। তবে এখন থেকে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ঋণের শর্ত পালনে যেকোনো অঙ্কের ঋণ নিতে পারবে।

সার্কুলারে বলা হয়েছে, স্থানীয় বাজারে সন্তোষজনক পরিমাণের তারল্য রয়েছে। এ অবস্থায় বাংলাদেশের উৎপাদন ও সেবাখাতে তিন বছর বা তার অধিক সময়ে কার্যক্রম করেছে এমন বিদেশি কোম্পানি স্থানীয় বাজার থেকে টাকায় ঋণ নিতে পারবে।

ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে বিদেশি কোম্পানির ঋণ অনুমোদনে পরিপালনীয় কার্যাবলী সঠিকভাবে অনুসরণ করতে হবে। এক্ষেত্রে একক গ্রাহক ঋণসীমা, ঋণ-ইক্যুইটির হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নির্ধারণ করতে হবে। সার্কুলারে আরও বলা হয়েছে, ঋণদাতা প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার যাবতীয় শর্ত মেনে চলতে হবে। নির্দিষ্ট সময় পর পর বিদেশি কোম্পানিকে প্রদত্ত ঋণের তথ্য বৈদেশিক মুদ্রানীতি বিভাগকে জানাতে হবে।

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক অনিশ্চিয়তার কারণে বর্তমানে দেশি উদ্যোক্তাদের মধ্যে বিনিয়োগের আগ্রহ কম। এ কারণে সাময়িকভাবে ব্যাংক ব্যবস্থায় উদ্বৃত্ত তারল্য রয়েছে। তবে বেশিরভাগ সময় আমাদের ব্যাংকগুলোতে তারল্য সংকটে থাকে।

এমন পরিস্থিতিতে বিদেশি প্রতিষ্ঠানের জন্য ঋণ উন্মুক্ত করা মানে এখানকার অর্থে ব্যবসা করবে। প্রতি বছর মুনাফার একটি অংশ দেশে পাঠাবে। এভাবে বিনিয়োগ তুলে নেওয়ার পর যে কোনো সময় তারা ব্যবসা গুটিয়ে চলে যাওয়ার আশঙ্কা থাকবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ