রাজ্জাক-আশরাফুলের সেরা সফর
শ্রীলঙ্কা সফরকেই ক্যারিয়ারের সেরা সফর বলে মনে করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও স্পিনার আব্দুর রাজ্জাক। অভিজ্ঞ এই দুই ক্রিকেটারই সফরে নতুন রেকর্ড গড়েছেন। স্পিনার আব্দুর রাজ্জাক প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্রিকেটে পেয়েছেন ২০০ উইকেট। আর মোহাম্মদ আশরাফুল করেছেন টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ১৯০ রানের ইনিংস।
সফর শেষে মঙ্গলবার দেশে ফিরেছেন তারা। হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে সকাল ১১টায় পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। এ সময় আশরাফুল বলেন, ‘শ্রীলঙ্কা সফরের দু’দিন আগেই স্কোয়াডে ছিলাম না। তার পর আমি দলে জায়গা পেয়েছি। শ্রীলঙ্কা সফর নিয়ে শুরু থেকেই আত্মবিশ্বাস ছিল ভালো করতে পারবো। সেটা করতে পারায় ভালো লাগছে।’
শ্রীলঙ্কা সফর নিয়ে আশরাফুলের ভাষ্য, ‘আমি ব্যক্তিগতভাবে শ্রীলঙ্কা সফরকে সেরা সফর মনে করছি। দল ভালো করেছে নিজেও ভালো করতে পেরেছি। ক্যারিয়ারের শুরুতে যেভাবে ক্রিকেট আরম্ভ করেছিলাম। বেশ কিছুদিন ধরে সেভাবে ধারাবাহিক হতে পারছিলাম না। এখন মনে হচ্ছে আমি আগের জায়গাতে ফিরে এসেছি। আশা করছি এখন ধারাবাহিকতা ধরে রাখতে পারবো।’
সফরে আশরাফুল প্রস্তুতি ম্যাচে ১০২ রান। গল টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ১৯০ রানের ইনিংস। তৃতীয় ওয়ানডেতে ২৯ ও টি-টোয়েন্টিতে ৪৩ রান করেন।
স্পিনার আবাদুর রাজ্জাক বলেন, ‘ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশি হিসেবে প্রথম ২০০ উইকেট পেয়েছি। তাই সফরটি আমার কাছে স্বরণীয় হয়ে থাকবে।’