শেখ হাসিনার সঙ্গে এ আর রহমানের সাক্ষাৎ
বিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন উপমহাদেশের বরেণ্য সুরকার, সংগীত পরিচালক এ আর রহমান।
মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সাথে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এ তথ্য জানান। সন্ধ্যা ৬টা থেকে এক ঘণ্টারও বেশি সময় গণভবনে ছিলেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী এ আর রহমানের সংগীত নিয়ে আলোচনা করেন এবং তাঁর প্রতিভার ভূয়সী প্রশংসা করেন। প্রধানমন্ত্রী উপমহাদেশের সমৃদ্ধ সংগীতকে নতুন করে বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য এ অস্কারজয়ী শিল্পীকে ধন্যবাদ জানান।
এ আর রহমানের সঙ্গে সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ও ছেলে সজীব ওয়াজেদ জয়, বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিক ও তাঁর স্ত্রী পেপি সিদ্দিক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান।
উল্লেখ্য, এ আর রহমান মঙ্গলভার বেলা দুইটার দিকে ভারতের চেন্নাই থেকে ঢাকায় আসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিসিবি সেলিব্রেশন কনসার্টে গান গাইবেন তিনি। তাঁর সঙ্গে এসেছে ১৩০ জনের একটি দল।