অভ্যন্তরীন সব বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ না করার আহবান বাণিজ্যমন্ত্রীর

Tofayel Ahmed তোফায়েল আহমেদসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বাংলাদেশের অভ্যন্তরীন সব বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ না করার জন্য আহবান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ।
বুধবার দুপুরে সচিবালয়ে বানিজ্য মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে টিসিবি (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহবান জানান।
বানিজ্যমন্ত্রী তৈরি পোশাক খাতে বিশেষ পরিদর্শন পরিচালনাকারী অ্যাকর্ড অ্যালায়েন্সের সমালোচনা করে বলেন, বিদেশ থেকে প্রকৌশলী এনে তৈরি পোশাক খাতের অবকাঠামো দেখার কোনো দরকার ছিলনা। এটা ভালো দেখায় না। বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌম দেশ। আমাদের দেশে যথেষ্ঠ ভালো প্রকৌশলী আছেন।
আমেরিকান অ্যাপারেলসের বাংলাদেশি এক মডেলকে অর্ধনগ্নভাবে উপস্থাপন প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, মেয়েটি মাত্র ৪ বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে আমেরিকায় চলে যায়। তিনি আমেরিকান অ্যাপারেলসে চাকরি করছেন। তাকে এভাবে উপস্থাপন বাংলাদেশের পোশাক খাত নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে তারই বহিঃপ্রকাশ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ