অব্যাহতি চান খোকা

Sadek hosen khoka সাদেক হোসেন খোকারিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক পদে আর থাকতে চান না সাদেক হোসেন খোকা।

বুধবার ভাসানী মিলনাতয়নে এক সংবাদ সম্মেলনে তিনি এ অপারগতার কথা জানান।

খোকা বলেন, ‘আমি ১৭ বছর ধরে এ পদসহ ঢাকা মহানগরের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছি। বিভিন্ন সময়ে ১৭৬টি মামলা মোকাবেলা করেছি। এখন আর আমি এ দায়িত্বে থাকতে চাই না। এব্যপারে আমি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জানিয়েছি। আমি নেত্রীকে বলেছি মহানগর বিএনপিকে শক্তিশালী করতে হবে।’

তিনি বলেন, ‘আর এ কারণে আমি প্রথমে নেত্রীর কাছে বিএনপি নেতা মির্জা আব্বাস ও পরে বিশিষ্ট ব্যবসায়ি আব্দুল আউয়াল মিন্টুর নাম প্রস্তাব করি। কিন্তু তারাও এ দায়িত্বপালনে অপারগতার কথা জানান। এ কারণে আমি বিএনপির স্থায়ী কমিাট অপর সদস্য ব্রিঃ জেনাঃ (অব.) হান্নান শাহর নাম প্রস্তাব করেছি ‘

তিনি আরও বলেন, ‘মহানগর বিএনপির বর্তমান কমিটি নিয়ে আমাদের দলের নেতাদের মধ্যে একটা ‘ব্লেম গেম’ প্রবণতা চলছে। একে অপরের বিরুদ্ধে দোষারোপ করছেন। আমি মনে করি এতে করে আমাদের দলের ঐক্য বিনষ্ট হতে পারে।’

তিনি বলেন, ‘আগামীতে যে কমিটি দেওয়া হবে সেই কমিটির সর্বাত্মক সহযোগিতা করবো।’

এক প্রশ্নের জবাবে খোকা বলেন, ‘আন্দোলন সফল হয়নি এটা সঠিক নয়। কারণ আমি আগেই বলেছি এটা একটি দখলদার সরকার। এ সরকারের বিরুদ্ধে যে ধরণের আন্দোলন করার কথা ছিলো সেইভাবে আমরা সংগঠনকে প্রস্তুত করতে পারিনি বা সেই ধরণের প্রস্তুতি আমাদের ছিলো না।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ